ইমরান ঝিনাইদহের মহেশপুর থানায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনের নামে এবং অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, ‘আমরা ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
মামলায় অভিযুক্তরা হলেন- মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল আজিজ (৫৭), তার ছেলে মো. সাগর হোসেন (২২) এবং একই ইউনিয়নের ইসমাইল হোসেন (৩৫)।
অভিযুক্তের হামলায় গুরুতর আহত ইমরান মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।
ইমরানের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন বলেন, ‘আমার ভাইয়ের মাথায় পাঁচটিরও বেশি সেলাই লেগেছে।’
ঈদুল আজহার দিন সন্ধ্যায় দরিদ্র মানুষের মধ্যে মাংস বিতরণ নিয়ে এ হামলার ঘটনা ঘটে।