এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা ৫০০। একই সময়ে মারা গেছেন দুইজন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
উক্ত সময়ে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৪১৭ জন। অপরদিকে, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৫৯ জন ঢাকায় এবং ৩৪৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৩৬৯
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ হাজার ৮৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৩৫২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৭ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৫ হাজার ২৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪ হাজার ১৬০ জন ঢাকার ও বাকি ১ হাজার ১৩৪ জন অন্যান্য জেলার বাসিন্দা।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।