দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে আরও ৩৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ২৯৪ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১০১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গু: একদিনে আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৩১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ৯৭১ জন ঢাকার মধ্যে এবং ৩৪০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দশ হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় আট হাজার ৯৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন দুই হাজার ১৩৭ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে চিকিৎসা শেষে আট হাজার ৮৮১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এদের মধ্যে সাত হাজার ১০৭ জন ঢাকার এবং বাকি এক হাজার ৭৭৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।
বৃহস্পতিবার একজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: ডেঙ্গু: একদিনে আরও ৩৮৯ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু: থামছে না মৃত্যু ও শনাক্তের ঊর্ধ্বগতি, আজও ২ জনের মৃত্যু