ডেঙ্গুতে রবিবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এই সময়ের মধ্যে ডেঙ্গু জ্বরে আরও ২ হাজার ২৯২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের মধ্যে ১ হাজার ৬৪ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া রাজধানীতে ৪ হাজার ১৪৯ জনসহ মোট ৭ হাজার ১৭৫ জন ডেঙ্গু রোগী এখন সারা দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এ পর্যন্ত, ৩২ হাজার ৯৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ সময় ২৫ হাজার ৬২৬ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু
ডেঙ্গু: ১১ দিনে ১ কোটি ১ লাখ টাকা জরিমানা করেছে উত্তর সিটি করপোরেশন