এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা একশ’ ছাড়াল। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এতে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮৬৪ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আক্রান্তদের মধ্যে ঢাকার ৫৬৫ জন ও ঢাকার বাইরের ২৯৯ জন রয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গু: মৃত্যু মিছিলে আরও যুক্ত হলো ৩ জন
বুলেটিনে আরও বলা হয়, বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিন হাজার ৩০৪ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ২৪৭ জন। আর ঢাকার বাইরে এক হাজার ৫৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২৭ হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে ঢাকায় ২০ হাজার ৬৩ জন আর ঢাকার বাইরে আক্রান্ত হন সাত হাজার ৭৩৯ জন আক্রান্ত হন।
এছাড়া একই সময়ে সারাদেশে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৩৯২ জন রোগী। এরমধ্যে ঢাকায় ১৭ হাজার ৭৫৪ জন আর ঢাকার বাইরের ছয় হাজার ৬৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।
এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০৬ জনের।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বরের লক্ষণ, নির্ণয়ের প্রক্রিয়া, চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা