দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ৪০ জন এবং ঢাকার বাইরের ২০ জন।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত আরও ৬৫ জন হাসপাতালে
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দুই হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় এক হাজার ৮৭৭ জন এবং ঢাকার বাইরে ৩২৯ জন ভর্তি হয়েছেন।
এছাড়া ডেঙ্গু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৯২৩ জন। সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার এক হাজার ৬৬২ জন এবং ঢাকার বাইরের ২৬১ জন।