দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৬৭ জনের।
একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৭৮৮ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আজও ৪ জনের মৃত্যু
আক্রান্তদের মধ্যে ৩৭৪জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৪১৪জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৭৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে দুই হাজার ২৫৪জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে এক হাজার ৪৮৩জন রোগী ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪২ হাজার ১৯৯জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ২৮ হাজার ২৭৫জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯২৪জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৩৮ হাজার ২৯৫জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
এদের মধ্যে ২৫ হাজার ৯২০জন ঢাকার এবং বাকি ১২ হাজার ৩৭৫জন ঢাকার বাইরের বাসিন্দা।
আরও পড়ুন: ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৯৮