দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৯২২ জন। একই সময়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১১২ জনের।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আক্রান্তদের মধ্যে ঢাকার ৫২০ জন এবং ঢাকার বাইরের ৪০২ জন রয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গু: মৃত্যু মিছিলে আরও যুক্ত হলো ৪ জন
বুলেটিনে আরও বলা হয়, বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিন হাজার ৪০৪ জন।
এরমধ্যে ঢাকায় দুই হাজার ৩২৮ জন। আর ঢাকার বাইরে এক হাজার ৭৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৩০ হাজার ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ৪২৪ জন আর ঢাকার বাইরে আক্রান্ত হন আট হাজার ৬০৫ জন আক্রান্ত হন।
এছাড়া একই সময়ে সারাদেশে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৫১৩ জন রোগী। এরমধ্যে ঢাকায় ১৯ হাজার ৩০ জন আর ঢাকার বাইরের সাত হাজার ৪৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গু: আরও ৪০৯ জন হাসপাতালে ভর্তি
মন্ত্রণালয় ডেঙ্গুর চিকিৎসা দিতে পারবে কিন্তু মশা মারতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী