মিয়ানমারে জাপানের জাতীয় পুনর্মিলন বিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া বাংলাদেশ সফর করছেন।
দুই দিনের সফরে সোমবার ঢাকায় আসেন তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল ইসলাম।
আরও পড়ুন: জাপান সব সময় বাংলাদেশের পাশে আছে: জাপানের প্রধানমন্ত্রী কিশিদা
ব্যবসা খাতে ২০ বছর কাজ করার পর ১৯৮১ সালে নিপ্পন ফাউন্ডেশনে যোগ দেন সাসাকাওয়া।
স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সুরক্ষা এবং সামুদ্রিক সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সমস্যাগুলো মোকাবিলায় রাজনৈতিক, সরকারি, একাডেমিক এবং বেসরকারি খাতের সংস্থাগুলো সঙ্গে নিজের কাজে একটি উদ্যোক্তা মনোভাবের জন্য পরিচিত সাসাকাওয়া।
আরও পড়ুন: বেনজীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়নি : পররাষ্ট্রমন্ত্রী