ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার ৬৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে।
তাদের মধ্যে ৬৩ জনকে ২০১২-১৩ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জালিয়াতির মাধ্যমে ভর্তির জন্য এবং চারজনকে মাদক সেবন ও অবৈধ অস্ত্র রাখার জন্য বহিষ্কার করা হয়েছে।
ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী জানিয়েছেন।
সেই সাথে ১৩ শিক্ষার্থীকে ছিনতাই এবং দুই শিক্ষার্থীকে সাংবাদিকদের মারধর করার জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।
প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতি করা কাউকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাড় দেয়নি। এটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার বিষয়। ভর্তিতে কেউ অসদুপায় অবলম্বন করার চেষ্টা করলে আমরা একই পদক্ষেপ নেব।’