ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের জন্য ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস পুনরায় চালু করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন।
এ সময় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বাস সার্ভিস শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এবং ক্যাম্পাসেই এ সেবা দেয়া হবে।
সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে ১০টায় ও দুপুর ২টায় প্রশাসনিক ভবন থেকে কলাভবন, টিএসসি, কাজী মোতাহার হোসেন ভবন, মোকাররম ভবন হয়ে কার্জন হল পর্যন্ত যাবে শাটল বাস এবং সকাল ১১টায় ও দুপুর আড়াইটায় কার্জন হল থেকে মোকাররম ভবন, কাজী মোতাহার হোসেন ভবন, টিএসসি, কলাভবন হয়ে প্রশাসনিক ভবনে ফিরে আসবে।
এছাড়া অন্য রুটে শাটল বাস সকাল ১১টায় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে কার্জন হল পর্যন্ত যাবে এবং দুপুর ২টায় কার্জন হল থেকে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে ফিরে আসবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ের ব্যবস্থাপক (২) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘অনেক আগে এই সার্ভিস চালু থাকলেও কোনো কারণে বন্ধ ছিল। এখন আমরা আবার সেবাটি পুনরায় চালু করেছি।’
আরও পড়ুন: ঢাবিতে বিবাহিত ছাত্রীদের হলের সিট বাতিলের বিধান বাতিলে লিগ্যাল নোটিশ
ঢাবি গ্রন্থাগার: পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা