করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: মন্ত্রিপরিষদ বিভাগ
এতে বলা হয়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমিত আকারে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে। ক্যাম্পাসের সকল জরুরি সেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা) ও নিরবচ্ছিন্ন থাকবে।
এছাড়া ঢাবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ হলে থাকার এবং সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পাসে সভা, সেমিনার বা কোনো ধরনের জন সমাবেশের আয়োজন না করার জন্য অনুরোধ করেছে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, যদি আমরা হলগুলো বন্ধ করি, তাহলে শিক্ষার্থীরা ছড়িয়ে পড়বে এবং ভাইরাস ছড়ানোর ঝুঁকি বাড়বে৷ তাই, আমরা হল বন্ধ করার পরিকল্পনা করছি না।
আরও পড়ুন: ঢাকার এক-তৃতীয়াংশ হাসপাতালে করোনা রোগী ভর্তি: স্বাস্থ্যমন্ত্রী