ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে দেশের আটটি বিভাগের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘আমরা পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে এ বছর দেশের আটটি বিভাগেই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন: ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
তিনি বলেন, ‘সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এ ইউনিটের পরীক্ষার সমন্বয় করছেন এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ বিষয়ে আমাদের সহায়তা করেছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’
কিউএস বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘র্যাঙ্কিংয়ে আমাদের কোনো মনোযোগ নেই। আমরা চাই শিক্ষার মান উন্নত করতে, মৌলিক গবেষণার ক্ষেত্র এবং আন্তর্জাতিক অঙ্গনে র্যাঙ্কিংয়ের মাপকাঠি যেমন গবেষণা, বিদেশি শিক্ষার্থী, বিদেশি শিক্ষক, সামগ্রিক শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের জীবনমান প্রসারিত করতে এবং এগুলো আমাদের শিগগিরই সমাধান করা প্রয়োজন।’
আরও পড়ুন: ‘হলের সিট দখল’ নিয়ে ঢাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ
তিনি বলেন, ‘এসব সূচকের আলোকে বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে পারলে তখনই মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের প্রত্যাশার জায়গাটা আরও স্পষ্ট হবে। যে প্যারামিটারগুলো দিয়ে র্যাঙ্কিং করা হয় সেগুলোর নিরসন না ঘটিয়ে, সেগুলোর যথাযথ প্রতিফলন না করে র্যাংকিংয়ের প্রত্যাশা করা খুবই দুরূহ।’
‘ঘ’ ইউনিটের এক হাজার ৩৩৭টি আসনের বিপরীতে এ বছর ৭৮ হাজার ৪৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন এবং প্রতি আসনের বিপরীতে ৫৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।