গত ২০ সেপ্টেম্বর দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সহ-সভাপতি নাজমুল হুদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পুলিশের গোয়েন্দা শাখার (লালবাগ বিভাগ) উপকমিশনার রাজিব আল মাসুদ বলেন, ‘রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।’
ডিবি পরিদর্শক ওয়াহিদুজ্জামান সন্দেহভাজনদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লালবাগ থানায় দায়ের করা এ ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক সহ-সভাপতি নুরুল হক নূর, হাসান, নাজমুল হাসান সোহাগ, সাইফুল, নাজমুল ও আবদুল্লাহ হিল বাকীকে আসামি করা হয়।
গত ২১ সেপ্টেম্বর ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও একটি মামলা দায়ের করেন ওই ছাত্রী।
ঢাবির ওই শিক্ষার্থী ধর্ষণ মামলায় নূর ও আরও পাঁচজনকে গ্রেপ্তারের দাবিতে গত ৮ অক্টোবর অনশন শুরু করেন।
নূর এবং সংগ্রাম পরিষদের বহিষ্কৃত আহ্বায়ক হাসান আল মামুনকে গ্রেপ্তার না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।