তুরাগ থানার পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন শুক্রবার রাতে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- আব্দুর রউফ, মো. রাজু ও মো. ফারুক মিয়া ওরফে টুলু।
শনিবার তুরাগ থানা ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএমপির উপ-কমিশনার (উত্তরা বিভাগ) মোহাম্মদ মোরশেদ আলম জানান, শুক্রবার তুরাগ থানার এসআই মো. শাহিনুর রহমান খানের কাছে গোপন সংবাদ ছিল যে তুরাগ থানাধীন ফুলবাড়িয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে।
গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে এসআই মো. শাহিনুর রহমান খান তার টিম সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও আব্দুর রউফ ব্যর্থ হয়ে ছাদে পানির ট্যাংকির আড়ালে লুকিয়ে পড়েন। একপর্যায়ে পানির ট্যাংকির পেছন থেকে বেরিয়ে এসে এসআই শাহিনুরকে ধারালো ছুরি দিয়ে বুকে কুপিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৭৪ জন গ্রেপ্তার
এসআই শাহিনুরকে প্রথমে জরুরি ভিত্তিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডিসি (উত্তরা বিভাগ) জানান, ঘটনার সঙ্গে জড়িত তিন মাদক ব্যবসায়ী আব্দুর রউফ, মো. রাজু ও মো. ফারুক মিয়া ওরফে টুলুকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে ওই এলাকা থেকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তিনজনসহ পলাতক আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে তুরাগ এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন: সিলেটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ১৩ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩