বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার রবিবার (২৮ জানুয়ারি) বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা প্রধানত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক বাজারের গতিশীলতা, চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের অগ্রাধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে পোশাক শিল্পের সাসটেইনেবিলিটি, সার্কুলারিটি এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির সমন্বয়ের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
আরও পড়ুন: জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের সাক্ষাৎ
বৈঠকে আসন্ন ইইউ ডিউ ডিলিজেন্সের জন্য বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল কোম্পানিগুলোর প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।
ফারুক হাসান রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারকে বিজিএমইএর কৌশলগত রূপকল্প সম্পর্কে জানান।
তিনি বলেন, এই রূপকল্পের মূলে রয়েছে সাসটেইনেবিলিটির উপর গুরুত্ব দিয়ে পণ্য ও বাজার বৈচিত্র্যকরণ, উদ্ভাবন, দক্ষতার ঘাটতি পূরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিশ্ব বাজারে পোশাক শিল্পের অবস্থান আরও উন্নীত করা।
তিনি শীর্ষস্থানীয় ডেনিশ ফ্যাশন ইনস্টিটিউটগুলোর মাধ্যমে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থীদের পণ্য ও ডিজাইনের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার করার ব্যাপারে ডেনমার্কের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ার এর চেয়ারম্যান মোহাম্মদ কামাল এবং রোজ ইনটিমেটস লিমিটেডের পরিচালক সঞ্জয় কুমার নাহা।
বৈঠকে ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস থেকে উপস্থিত ছিলেন- সিনিয়র বাণিজ্য উপদেষ্টা, সাদিয়া তৌফিক সাদী এবং সাপ্লাই চেইন বিশেষজ্ঞ আলী আশরাফ খান।
আরও পড়ুন: বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সিআইএস-বিসিসিআইকে একযোগে কাজের আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর