শনিবার তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন এবং আজ রবিবার তার ফল পজিটিভ আসে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে করোনা প্রতিরোধে পুলিশের জনসচেতনতা সভা ও মাস্ক বিতরণ
প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টাইনে রয়েছেন।
সারা দেশের পরিস্থিতি
এদিকে, দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে বলে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬৯০ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ১২ কোটি ২৭ লাখ ছাড়াল
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭২ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে পৌঁছেছে।
এর আগে শনিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৮৬৮ জন আক্রান্ত হয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ২১ হাজার ২৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২১ হাজার ১০৮টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.২৯ শতাংশ।
মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৪০৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৫১ শতাংশ। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।