ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পাঁচদিন পর ভূট্টাখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলার হরিপুর থেকে রানীশংকৈল যাওয়ার পথে অটোরিকশা সহ নিখোঁজ হন সাইফুল ইসলাম৷ সাইফুলের সন্ধান না পেয়ে তার দাদা মুনসেফ আলী হরিপুর থানায় একটি জিডি করেন।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
থানায় জিডি করার পাচঁদিন পর পাশের উপজেলা রানীশংকৈল রামরায় দিঘির পাশে একটি ভুট্টাখেতে তার অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ এসে ভুট্টাখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোরিক্সা চালক কিশোর সাইফুলের লাশ উদ্ধার করে।
নিহত সাইফুল হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের দামোল পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
পরিবারের অভিযোগ, পাঁচ দিন আগে জিডি করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ নিখোঁজের বিষয়টি গুরুত্ব দেয়নি। আমরা জীবিত সাইফুলকে পাইনি, পেলাম তার অর্ধগলিত লাশ।
তবে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগ সঠিক নয়। নিখোঁজের অভিযোগ পেয়ে সাইফুলকে উদ্ধারের চেষ্টা করেছে পুলিশ।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। লাশ বিকৃত হওয়ায় প্রথমে স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। পরে তার পরিবারের লোকজন এসে লাশের পরিচয় শনাক্ত করেন। লাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে বলে জানান হরিপুর থানার ওসি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।