দিনাজপুরে বিরলে অপহরণের এক মাস পেরিয়ে গেলেও অপহৃত স্কুলছাত্রীর খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে মেয়েকে উদ্ধারের দাবিতে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।
অপহৃত স্কুলছাত্রী ঈষা (১৬) রানী দিনাজপুরের বিরলের বিস্তইড় গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার সরকারের বড় মেয়ে এবং সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গেল ২৭ নভেম্বর দুপুরের দিকে বাড়ি ফেরার সময় তাকে পাশ্ববর্তী ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের রেয়াজুল ইসলামের ছেলে আলফাজ আকাশ অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এব্যাপারে অভিযুক্ত আলফাজ আকাশকে প্রধান এবং তার বাবা রেয়াজুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আরমানকে সহযোগী হিসেবে উল্লেখ করে বিরল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় ৩ ডিসেম্বর একটি অপহরণ মামলা করেন ভুক্তভোগীর বাবা প্রদীপ কুমার সরকার। তবে অপহরনের মাস পেরিয়ে গেলেও মেয়ে উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
মামলার অগ্রগতি জানতে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বিরল থানার উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র বর্মন জানান,অভিযুক্ত চারজনের মধ্যে জাহাঙ্গীর আলম আদালতের জামিনে আছেন।
তারা অপহৃত স্কুল ছাত্রীসহ অন্যান্যদের সঠিক অবস্হান চিহ্নিত করতে তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও জানান এসআই।
আরও পড়ুন: দিনাজপুরে অপহরণের পর শিশুকে হত্যা, আটক ১
রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ করে হোটেলে রেখে ধর্ষণ, অটোচালক গ্রেপ্তার