দিনাজপুরের চুনিয়াপাড়ায় ঢাকা ফেরত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বালুবাহী ট্রাক্টর চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
সোমবার সকাল ৯ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীসহ সংশ্লিষ্টদের জানমাল।
আরও পড়ুন: ময়মনসিংহ ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রেলওয়ে থানার ইনচার্জ এরশাদুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গন্তব্য পঞ্চগড় স্টেশনে ফিরে যাবার সময় দিনাজপুর সদরের চুনিয়াপাড়া রেল ক্রসিং এর কাছে বালু বহনকারী একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়।
এতে ট্রাক্টরটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি নিয়ে ট্রেনটি নিরাপদে পঞ্চগড়ে পৌঁছেছে।
তিনি আরও জানান, অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীসহ সংশ্লিষ্টদের জানমাল।
এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে ট্রাক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন তারা।