ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় 'বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আগামীকাল (০৫ সেপ্টেম্বর) সোমবার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় মিডিয়া সেন্টারটি নতুন আঙ্গিকে নির্মিত হয়েছে।
প্রেসক্লাবের ৬৩ বছরের ইতিহাসে এই উদ্যোগ ইতিহাসের অংশ হয়ে থাকবে বলেই মনে করছেন ভারতের সাংবাদিক সমাজ। দুপুরে অনুষ্ঠেয় এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হোসেন, প্রেসক্লাব অব ইন্ডিয়ার ব্যবস্থাপনা কমিটি এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী উপস্থিত থাকবেন।
তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লি সফরকালে ড. হাছান মাহমুদ দেশটির পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করবেন। আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: ফখরুল সাহেবের মুখে গণআন্দোলনের ডাক শোভা পায় না: তথ্যমন্ত্রী
৩০ সেপ্টেম্বরের পর দেশে ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল চলবে না: তথ্যমন্ত্রী