দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
রবিবার বিকালে নেত্রকোণায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নেত্রকোণা সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত ও ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহাবাজপুর উপজেলার কামাউড়া গ্রামের আবুল হাসেম (৪২) ও বনি আমিন (১২)।
আরও পড়ুন: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবুল হাসেম স্ত্রী ও দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চালিসা ইউনিয়নের সাকুয়া বাজারের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও সিএনজি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার করিমবাজার এলাকায় বিকালে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত ও দুইজন আহত হয়েছেন।
নিহত জিয়াউর রহমান (৪০) গোমস্তাপুর উপজেলার পিরাসান এলাকার মুনসুর আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ চৌধুরী জানান, এক দম্পতি অটোরিকশায় করে গোমস্তাপুর থেকে শিবগঞ্জ উপজেলার কানসাটে আসছিলেন। হঠাৎ করিম বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪ : যাত্রী কল্যাণ সমিতি