এন-৯৫ মাস্ক কেনায় দুর্নীতির অভিযোগে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমেটেডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিষয়টি নিশ্চিত করে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মঙ্গলবার বলেন, রাজধানীর সেগুনাবাগিচা থেকে দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।
নিম্নমানের মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহের অভিযোগে ৮ জুলাই রাজ্জাকসহ দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
দুদকের পরিচালক ও তদন্ত দলের প্রধান মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে।
এ দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত ১ জুলাই পাঁচ ব্যবসায়ীকে তলব করে দুদক।
সংস্থাটি কয়েকটি সরকারি হাসপাতালে এন-৯৫ মাস্কসহ নিম্নমানের পণ্য সরবরাহের অভিযোগ তদন্তের জন্য ২৪ এপ্রিল কমিটি গঠন করে।
মুগদা জেনারেল হাসপাতালসহ বেশ কয়কটি সরকারি হাসপাতালের চিকিৎসক নিম্নমানের মাস্ক পাওয়ার অভিযোগ করেন।