ঢাকা, ১২ মার্চ (ইউএনবি)- অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পুলিশ সার্জেন্ট মো. আজাহার আলীকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তার ৭৮ লাখ ৩৮ হাজার ৩২৯ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দুদক আইনের দুটি ধারায় আজহারকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। ২৬ (২) ধারায় দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ২৭ (১) ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। উভয় দণ্ড একসঙ্গে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আজাহার আলী ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি জমা দেয়া সম্পদের হিসাবে ৭৮ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এ অভিযোগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম খান।