প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পলাতক আসামি তারেক রহমান বিদেশে থেকে বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র করে চলেছে। তিনি বলেন, ‘পলাতক হিসেবে তারেক জিয়া বাংলাদেশের বাইরে বাস করে কিন্তু দেশের ভেতরে ষড়যন্ত্র করা বন্ধ করেনি। তার চক্রান্ত চলছেই। তবে আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
২১ আগস্ট গ্রেনেড হামলা পরবর্তী সময়ে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্য ও কার্যক্রম উল্লেখ করে হাসিনা বলেন, এটা এখন প্রমাণিত সত্য বিএনপির উচ্চ নেতৃত্ব এ হামলার সাথে জড়িত ছিল।
তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানও সাজাপ্রাপ্ত।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের জন্য আহ্বান জানান।
আরও পড়ুন: বাংলাদেশে ‘নলেজ সেন্টার’ স্থাপনের প্রস্তাব শেখ হাসিনার
সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগ উন্নয়ন ত্বরান্বিত করবে: প্রধানমন্ত্রী