করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মাঝে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০৩ জনের। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৮৪২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে।
আরও পড়ুনঃ করোনা সংকটে মানবিক উদ্যোগ
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৯.২১শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬১ শতাংশ।
এর আগে সোমবার দেশে সর্বোচ্চ ১৩,৭৬৮ জনের করোনা শনাক্ত হয় এবং রবিবার সর্বোচ্চ ২৩০ জন মৃত্যুবরণ করেন। দেশে এই পর্যন্ত সুস্থ হয়েছে আট লাখ ৮৯ হাজার ১৬৭ জন, সুস্থতার হার ৮৪.৯১ শতাংশ।
আরও পড়ুনঃ করোনা: খুলনার চার হাসপাতালে ১৯ মৃত্যু
মঙ্গলবার ঢাকায় ৬১ জন, খুলনায় ৫৩ জন, চট্টগ্রামে ৩০ জন, রাজশাহীতে ২৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া রংপুরে ১৫ জন, ময়মনসিংহে সাতজন এবং বরিশাল এবং সিলেট বিভাগে ৫ জন করে মারা গেছেন।
লকডাউন
এদিকে ইদুল আজহা উপলক্ষে আটদিনের জন্য লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত লকডাউন তুলে নেয়া হবে।
আরও পড়ুনঃ রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ মৃত্যু
তবে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন কার্যকর হবে।
এদিকে জুলাইয়ের ১৫ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে।
এছাড়া গণপরিবহন এবং ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।