সেকেন্ড রিচিং আউট অব স্কুল চিল্ড্রেন (আরওএসসি-২) প্রকল্পের আওতায় আটটি সিটি করপোরেশনের ৮ থেকে ১৪ বছর বয়সী বস্তির শিশুদের সহায়তা এই অর্থ খরচ করা হবে।
এর মাধ্যমে কক্সবাজার জেলার স্কুল থেকে ঝরে পড়া তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নের জন্য তিন মাস মেয়াদি বিভিন্ন প্রি-ভোকেশনাল প্রশিক্ষণ দেয়া হবে।
আরও পড়ুন: দেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের ভবিষ্যদ্বাণী অসামঞ্জস্যপূর্ণ: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘মহামারি দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা পাওয়াকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’
তিনি বলেন, ‘এই সহযোগিতা বস্তির শিশু ও ঝরে পড়া যুবকদের ভালো সুযোগ গঠনে সাহায্য করবে।’
আরও পড়ুন: চলতি অর্থবছরে দেশের জিডিপিতে প্রবৃদ্ধি হবে ১.৬ শতাংশ: বিশ্বব্যাংক
দেশের গরিব উপজেলাগুলোর প্রায় ছয় লাখ ৯০ হাজার শিশু যাদের বেশির ভাগ মেয়ে তারা শিশু আনন্দ স্কুল নামে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে পড়ালেখা করে।
প্রকল্পটি ঢাকাসহ আটটি সিটি করপোরেশনের বস্তিগুলোতে প্রায় ১,৩০০ শিক্ষাদান কেন্দ্র স্থাপন করেছে, যেখানে ৪৮ হাজারের মতো শিশু ভর্তি রয়েছে।
আনন্দ স্কুলগুলোতে একজন শ্রেণি শিক্ষক দরিদ্র শিশুদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সুযোগ করে দিতে পঞ্চম শেণির পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পড়িয়ে থাকেন।
আরও পড়ুন: রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় বিশ্বব্যাংকের সাথে ১০ কোটি ডলারের অনুদান চুক্তি
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, বাংলাদেশে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এখন বাংলাদেশের প্রায় সব শিশুই স্কুলে ভর্তি হচ্ছে।
২০১৯ সাল থেকে আরওএসসি-২ প্রকল্পের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া উপজেলার প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গা শিশুকে শিক্ষার সুযোগ এবং মনো-সামাজিক সহায়তা প্রদানের জন্য সম্প্রসারিত প্রকল্প নেয়া হয়েছে।
আরও পড়ুন: কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের ১২০০ কোটি ডলার অনুমোদন
সেইসাথে, সাড়ে ১৬ হাজারেও বেশি বাংলাদেশি যুবককে দক্ষতা প্রশিক্ষণ এবং চাকরি খুঁজে পাওয়ার ক্ষেত্রে সহায়তা দেয়া হয়েছে।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন চুক্তিতে সই করেন।
আরও পড়ুন: গ্রামাঞ্চলে নিরাপদ পানি সবরাহ করতে ২০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক