এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ৫১৯জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪১জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে ২৫৮জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২৬১জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ২২জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৪২জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৮৮০জন রোগী ভর্তি আছেন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৫৫৯
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৪ হাজার ৯২৪জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ১৪৬জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭৭৮জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৫২ হাজার ৬৬১জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
এদের মধ্যে ৩৩ হাজার ৮৫৮জন ঢাকার এবং বাকি ১৮ হাজার ৮০৩জন ঢাকার বাইরের বাসিন্দা।
আরও পড়ুন: ডেঙ্গু: ১ জনের মৃত্যু, শনাক্ত ৬৮৫