ঢাকা, ৩০ সেপ্টেম্বর (ইউএনবি)- ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজারে প্রহরীদের বেঁধে রেখে চারটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- জয়পাড়া বাজারের প্রদীপ পালের মালিকানাধীন পবিত্র অলংকার নিকেতন, হাজী ইসমাইল হোসেনের হাজী অলংকার বিতান, অখিল পালের শশধর অলংকার নিকেতন ও স্বাধীন অলংকার।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, জয়পাড়া বাজারের স্বর্ণ পট্টির চার দোকানে রবিবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দলের কয়েকজন সদস্য বাজারের কয়েকজন প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে পর্যায়ক্রমে তারা ওই চার স্বর্ণের দোকানের তালা ভেঙে কয়েক ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পরে মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা শুনে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতদল ‘বোমা’ বিস্ফোরণ ঘটিয়ে স্পিডবোটে করে নদী দিয়ে পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি সাজ্জাদ।