দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোরিয়ান এয়ার কোম্পানির চার্টার্ড ফ্লাইটে করে দেশ ত্যাগ করেছেন আরও ৯৮ জন বাংলাদেশি শ্রমিক।
এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৩৩৯ জন বাংলাদেশি দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন।
দক্ষিণ কোরিয়া যাওয়া প্রবাসী শ্রমিকদের এটা দ্বিতীয় ব্যাচ। এর আগে গত ৫ জানুয়ারি ৯২ জন বাংলাদেশি শ্রমিক দেশটিতে যান।
বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে রেমিটেন্স প্রবাহ সাম্প্রতিক বছরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ ছিল ৮০ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার যা ২০২০-২১ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ২০৯ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলারে।
আরও পড়ুন: প্রবাসী বাংলাদেশিদের হয়রানিমুক্ত দ্রুত সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর
দক্ষিণ কোরিয়া সরকার কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের মার্চে বিদেশি শ্রমিক নেয়া স্থগিত করে এবং ২০২১ সালের ডিসেম্বর থেকে প্রবাসী শ্রমিক নেয়া আবার শুরু করে।
বুধবার ১০৮ জন দেশটিতে পাড়ি দেয়ার কথা ছিল। তবে পিসিআর পরীক্ষায় করোনা পজেটিভ হওয়ায় ১০ জন যেতে পারেননি।
এছাড়া মধ্য ফেব্রুয়ারিতে আরও ১৩০ জন প্রবাসী শ্রমিক দেশটিতে পাঠানোর কথা রয়েছে।
আরও পড়ুন: মালদ্বীপ প্রবাসীদের সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী