ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে ক্রেন সামনে ক্রেন নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় ছাত্র-জনতা সেখানে ক্রেনটি নিয়ে গেছেন। এ সময়ে উৎস্যুক জনতাকে ক্রেনের ওপর ওঠে উল্লাশ প্রকাশ করতে দেখা গেছে।
তবে রাত ১১টায় এই প্রতিবেদন লেখার সময় ক্রেন বাড়ির ভেতরে প্রবেশ করেনি। এ সময়ে‘শেখ মুজিবের বাড়ি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ বলে স্লোগান দিতে দেখা গেছে ছাত্রদের। ক্রেনটি এখন বাড়ির সামনে অবস্থান করছে।
অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দেন, ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন, তখনই ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে ভাঙচুর চালানো হবে। তবে তার আগেই রাত আটটার দিকে সেখানে ঢুকে ভাঙচুর শুরু করা হয়।
রাত ৮টার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডিতে গিয়ে ৩২ নম্বরের বাড়িটিতে প্রথমে ফটক ভেঙে ফেলা হয়। পরে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করা হয়। রাত ৮টা ৪০ মিনিটে ভবনের তৃতীয় তলার একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। রাত সোয়া ৯টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়িটির দেয়াল ভাঙতে শুরু করা হয়েছে।