রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ককটেল সদৃশ চকলেট বোমা বিস্ফোরণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
আটক ২ জন হলেন- আব্দুল হালিম (২৯) ও হালিম রাজ (৩৪)।
পুলিশ জানিয়েছে, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ৩২ নম্বর সড়কে অবস্থিত শান্তু রেস্টুরেন্টের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খুলনায় চায়ের দোকানে বোমা বিস্ফোরণে আহত ৩
তিনি বলেন, ‘হালিম রাজ বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে গল্প-কবিতা লেখেন। সেগুলো প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলেন। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও দিতে পারেননি। অবশেষে কিশোর নামে এক ব্যক্তিকে ৩৫ হাজার টাকা দেন। তিনিও গল্প-কবিতা প্রধানমন্ত্রীকে দিতে পারেননি। এজন্য তারা দুজনে নজরে আসতে বিস্ফোরণ ঘটায়।’
ওসি বলেন, এগুলো ককটেল নয়, ভেতরে কোনো স্প্রিন্টার ছিল না। কিছু বারুদ ছিল। ২ জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ২০টি ককটেল সদৃশ চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।’
আরও পড়ুন: নাটোরে অধ্যক্ষের নামে আসা পার্সেলে বোমা, নিষ্ক্রিয় করেছে ডিসপোজাল ইউনিট