নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সপ্তম দফায় বিএনপির ডাকা প্রথম দিনের অবরোধ কর্মসূচি চলাকালে রাতে এ ঘটনা ঘটে। বাসের আগুন দেওয়ার ঘটনায় দুইজন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুলিশের জব্দ করা বাসে আগুন
মহাদেবপুর থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে সড়কের পাশে রাহি ট্রাভেলস নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে টহল পুলিশের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি তদন্ত করে মামলা নেয়া করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর বিজয়নগরে বাসে আগুন
মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, বাসে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ সকালে মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অবরোধ চলাকালে রবিবার রাতে মহাদেবপুর উপজেলা সদরের মাসুম পেট্রোল পাম্পের বিপরীতে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামের বাসে দুর্বৃত্তের আগুন দেওয়ার ঘটনায় রাতেই মহাদেবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুজাউজ্জামান রাজু (৫৫) এবং বিএনপি কর্মী আতাউর রহমান আতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন