নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এসময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দের দাবি করেছে এলিট ফোর্স।
সোমবার রাত ৮ টার দিকে উপজেলার সরোলডাঙ্গা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মো. রেজাবুল (৩৫) নওগাঁর ধামইরহাট উপজেলার খেড়শুকনা গ্রামের মৃত জয়োম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: খুলনায় হরিণ ধরার ফাঁদসহ গ্রেপ্তার ৩
র্যাব-৫, সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮ টার দিকে র্যাবের একটি অপারেশন টিম অভিযান চালিয়ে মো. রেজাবুলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি, দুই হাজার টাকা এবং একটি মোবাইল সেট উদ্ধার করে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার রেজাবুল একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে র্যাবের কাছে স্বীকার করেছে।
এ ব্যাপারে নওগাঁর নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: শিবচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার