সম্প্রতি নড়াইলে এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জেলা প্রশাসনের কোনো গাফিলতি আছে কি না তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
নড়াইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই আকস্মিক ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। কয়েকজন উত্তেজিত ব্যক্তি শিক্ষককে হেনস্থা করেছে। আমাদের ডিসি ও এসপি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলেন। তবে বিস্তারিতভাবে প্রকৃত তথ্য পাওয়ার পর আপনাদের (সাংবাদিকদের) জানাব।’
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শিল্পাঞ্চলসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার বাংলাদেশ সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাভারে এক শিক্ষককে হত্যার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত ছাত্রের বাবাকে গ্রেপ্তার করেছে এবং অবশ্যই অভিযুক্ত খুনিকে গ্রেপ্তার করবে। অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে।
পদ্মা সেতুর নিরাপত্তা ও এর ওপর মোটরসাইকেল চলাচলের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মোটরসাইকেল চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সড়ক ও জনপথ বিভাগ অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেতুর দুই পাশে দুটি নতুন থানা স্থাপন করা হয়েছে।’
তিনি বলেন, সেতুতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে কর্তৃপক্ষ সজাগ রয়েছে এবং পুরো সেতু পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।