পুলিশ কর্তৃপক্ষ খুলে দেয়ার আশ্বাস দিলেও শুক্রবার সকালেও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ আছে।
এছাড়া যান চলাচল স্বাভাবিক হওয়ার ১১ ঘণ্টা পর শুক্রবার সকাল ৭টা থেকে কাকরাইল ও ফকিরাপুল মোড়ে নাইটিঙ্গেল রেস্টুরেন্টের সামনে পুলিশ আবারও ব্যারিকেড দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে এ সড়ক অবরোধ তুলে নেয় পুলিশ।
আজ সকাল থেকেই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
পুলিশ পরিচয়পত্র ও যথাযথ যাচাই-বাছাই ছাড়া কাউকে এ এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না।
বেলা ১১টার দিকে ফকিরাপুল মোড়ে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী জড়ো হলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
একজন কর্তব্যরত পুলিশ সদস্য ইউএনবিকে বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
মতিঝিল বিভাগের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, নয়াপল্টনসহ আশপাশের এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেয়া হবে না।
তিনি বলেন, সকাল থেকে কয়েকজন নেতাকর্মী নয়াপল্টনের আশপাশের এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলেও তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
অবরুদ্ধ সড়কে কয়েক ডজন সাঁজোয়া যান, প্রিজন ভ্যান ও পুলিশের গাড়ি রয়েছে।
এদিকে সকাল ১০টায় নয়াপল্টন কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের যোগদানের কথা থাকলেও তাকে এলাকায় প্রবেশে বাধা দেয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটে তালা দিয়ে দুই নিরাপত্তারক্ষী পাহারা দিচ্ছে। তারা জানান, গত বুধবার পুলিশের অভিযানের পর বিএনপির কেউ কার্যালয়ে আসেননি। কেউ আসবে কি না তার কোনো ধারণাও তাদের নেই।
আরও পড়ুন: মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ: বিএনপি