নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় এক নারী ও তার মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মরজাল বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার মরজাল এলাকার টুম্পা বেগম (২৬) ও নিশি আক্তার (৬)।
হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, টুম্পা নিশিকে তার স্কুলে নিয়ে যেতে বাড়ি থেকে বের হয়। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
ঘটনাস্থলেই নিশির মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮৫ জন নিহত, আহত ৪৫৪: আরএসএফ
স্থানীয়রা বাসের নিচ থেকে টুম্পাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় যাওয়ার পথে টুম্পা মারা যান।
স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত