নাটোরের সিংড়া উপজেলায় বুধবার বজ্রপাতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি ও তার নাতি নিহত হয়েছেন।
নিহতরা হলেন-উপজেলার আমির শেখ ও তার নাতি পাপ্পু (১৪)।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরতে গেলে তাদের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: বজ্রপাতে মাগুরায় এসএসসি পরিক্ষার্থীসহ মৃত্যু ২
বাংলাদেশে বজ্রপাত
বাংলাদেশে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বজ্রপাত একটিতে পরিণত হয়েছে। প্রতি বছর এতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়।
বজ্রপাতে প্রতি বছর গড়ে অন্তত ২১৬ জন মানুষ মারা যায় যা বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্যোগে নিহতের সংখ্যার চেয়ে বেশি।
আরও পড়ুন: সিলেটে বজ্রপাতে নিহত ২
বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিল থেকে জুনের মধ্যে মোট বজ্রপাতের ৭০ শতাংশের বেশি ঘটনা ঘটে।