মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ও কুচিয়ামোড়া ইউনিয়নে শুক্রবার বজ্রপাতেক এসএসসি পরিক্ষার্থীসহ দুজন নিহত এবং চার জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- সদরের রাঘবদাইড় ইউনিয়নের দক্ষিণ মির্জাপুর গ্রামের দুলাল বিশ্বাসের মেয়ে ও দক্ষিণ মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মাফুজা খাতুন এবং কুচিয়ামোড়া ইউনিয়নের নতুনগ্রাম এলাকার দিনমজুর রামানান্দ (৪৮)।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে দক্ষিণ মির্জাপুর গ্রামের মাফুজা খাতুন বৃষ্টির সময় বাড়ির পাশে মাঠে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
এদিকে, একই সময় নতুনগ্রাম এলাকায় পাট খেতে কাজ করা সময়ে বজ্রপাতের রামানান্দ মারা যান। এই সময় তার সঙ্গে থাকা সহযোগী আরও চার শ্রমিক আহত হন। তাদের চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানানা, কৃষি কাজের জন্য গোপালগঞ্জের কোটালিপাড়ার বাসিন্দা রামানন্দসহ অন্যান্য কয়েক দিনমজুর শ্রমিকরা কিছুদিন এলাকায় অবস্থান করছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির হোসেন জানান, নতুনগ্রাম এলাকায় বজ্রপাতের ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে।
বাংলাদেশে বজ্রপাত
বজ্রপাত বাংলাদেশের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে, প্রতি বছর এই কারণে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
আরও পড়ুন: সিলেটে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগের চেয়ে প্রতি বছর বজ্রপাতে গড়ে অন্তত ২১৬ জন মানুষ মারা যান।
বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিল থেকে জুনের মধ্যে ৭০ শতাংশের বেশি বজ্রপাতের ঘটনা ঘটে।