নারায়ণগঞ্জের বন্দর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় ছুরিকাঘাতে অধিদপ্তরের উপপরিদর্শকসহ দুইজন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বের) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডে উপজেলার সোনাচোরা এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহতরা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা উপপরিদর্শক হাবিব ও কনস্টেবল শরীফ হোসেন।
আরও পড়ুন: বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে সোনাচোরা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় সোনাচোরা পুদলীপাড়া এলাকার মাদক সম্রাট হুমায়ূনসহ তার সহযোগী কবির, কালু, মনসুর বাবুকে মাদকসহ আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় মাদক ব্যবসায়ী হুমায়ুন ও তার সহযোগীরা এস আই হাবিব এবং সিপাহী শরীফকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠিয়েছে।
অভিযানের সময় স্থানীয়রা দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তুলে দেন বলে জানা গেছে। তবে তাদের কারো নাম জানা যায়নি।
ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. সাদিক বলেন, আহত দুইজনের শারীরিক অবস্থা ভালো নয়। ঢাকা মেডিকেলে তাদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বুধবার সোনাচোরা এলাকায় অভিযান চালানোর সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সিপাহীকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ীরা। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, বিকালে ঢাকা মেডিকেল থেকে ফোন করে আমাকে একজন জানিয়েছে। পরে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেন নি। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মো. মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন: সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন
পাবনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের