গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২২ নভেম্বর) র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত মোট ৬৫৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আরও পড়ুন: গাজীপুর থেকে বিএনপির ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
র্যাব বুধবার রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মুগদা ওয়ার্ড যুবদল নেতা মো. বাবুল মিয়াসহ দুইজনকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাদকসহ গ্রেপ্তার করে। এছাড়া,ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে চট্টগ্রামের রাউজান পৌরসভার সাধারণ সম্পাদক শাহজাহান শাকিলসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
২৮ অক্টোবরের সংঘর্ষের পর সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানীতে ১৪৮টি এবং সারাদেশে ৪৩২টি টহল দল মোতায়েন করে র্যাব।