পাঁচ বছর আগের নাশকতার মামলায় বিএনপির ২৫ নেতা-কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির বিরুদ্ধে ৪৮ মামলা: ৭০০ নেতা-কর্মী গ্রেপ্তার
রায়ে এক ধারায় আসামিদের আড়াই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আরেক ধারায় ছয় মাস করে কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন- সোহেল, রাজু, হাজী সিরাজ, মামুন, রনি, মঈন, হাজী মো. মাছুম, গলাকাটা আজিম, ওমর ফারুক, রাজিয়া আলম ওরফে রাজিয়া সুলতানা প্রমুখ।
আসামিদের আইনজীবী নীহার হোসেন ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
বিচারক জানান, আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে তাদের শাস্তি কার্যকর করা হবে।
জানা যায়, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে আসামিরা বংশালের এনসিসি রোডের সামনে মিছিল বের করে। তারা গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে।
এ ঘটনায় বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আজাহার হোসেন বাদী হয়ে মামলা করেন। ২০১৯ সালের ৩০ জুন মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।