কিশোরগঞ্জের নিকলীতে আবাসিক হোটেল থেকে তামান্না (২২) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) দুপুরে নিকলী উপজেলা সদরের পুরান বাজারে অবস্থিত আওয়ার হাওর প্যারাডাইস নামে একটি আবাসিক হোটেলের ৬ষ্ঠ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় 'প্রলয় গ্যাংয়ের' দুই সদস্য গ্রেপ্তার
নিহত তামান্না কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগন্নাথপুর গ্রামের অহিদ মিয়া মেয়ে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির কথিত স্বামী হুমায়ুনকে (২৯) আটক করেছে পুলিশ। হুমায়ুন একই জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, গত ২৫ মার্চ তামান্না ও হুমায়ুন স্বামী-স্ত্রী পরিচয়ে নিকলী উপজেলা সদরে প্যারাডাইস আবাসিক হোটেলের ৬০৯ নম্বর রুমে তারা অবস্থান করেন।
বুধবার দুপুরে হুমায়ুন তামান্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া তামান্নার গলায় কালো দাগ পাওয়া গেছে।
পরে, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়। এছাড়া কথিত স্বামী হুমায়ুনকে আটক করা হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনসুর আলী আরিফ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গলায় কালো দাগ পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।
তামান্নার পরিবারকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিআইডি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে একটি মামলায় গ্রেপ্তার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী