নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
একটি স্বার্থান্বেষী মহল সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা করতে চায় বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইড মিলনায়তনে মাসিক (ডিসেম্বর ২০২৩) ক্রাইম রিভিউ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও দেন পুলিশ প্রধান। তবে এ মামলায় শাস্তির হার বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেন তিনি।
আইজিপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হয়েছে।
বাংলাদেশ পুলিশ এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। ফলে পুলিশের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশা বেড়েছে।
জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ কর্মকর্তাদের আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি।
আরও পড়ুন: আসামিদের গণহারে ডাণ্ডাবেড়ি পরানো যাবে না: হাইকোর্ট
সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম ২০২৩ সালের ডিসেম্বরে ডাকাতি, ছিনতাই, চুরি, লুট খুন, অস্বাভাবিক মৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হারানো মোবাইল ফোন ও মাদক উদ্ধারের মতো সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ ছাড়া অস্ত্র উদ্ধারের মামলা ও সাজা পরোয়ানা সংক্রান্ত তথ্যও তুলে ধরেন তিনি।
কামরুল আহসান, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এছাড়া অনলাইনে বৈঠকে অংশ নেন জেলা পুলিশ সুপাররা।
আরও পড়ুন: নীতিমালা ছাড়া মৃত্যুদণ্ডের শাস্তি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল