প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার এক কোটি মানুষকে বিশেষ কার্ড দেবে যাতে তারা কম দামে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে।
মঙ্গলবার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার এই ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৫০ লাখ মানুষকে ১০ টাকা কেজি টাকা দরে চাল কেনার কার্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণের কাজে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সেই ৫০ লাখ মানুষ এবং আরও এক কোটি মানুষকে বিশেষ কার্ড দিয়ে সহায়তা করব যাতে তারা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে।
শেখ হাসিনা বলেন, করোনা মহামারি চলাকালীন সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া ৩৮ লাখ লোককে এ্ই এক কোটির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।
সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে এখনও ১৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে এবং এক্ষেত্রে কোনো সমস্যা নেই।
ফসল উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য এক টুকরো জমিও অনাবাদি রাখা উচিত নয়।
আরও পড়ুন: বাঙালি জাতির মাথা উঁচু করে চলার স্লোগান ‘জয় বাংলা’: প্রধানমন্ত্রী