আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দেশের সব জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার সকাল ১০টায় রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) মিলনায়তনে এ বৈঠক শুরু হয়।
২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের শুরুর দিকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সিইসি তার স্বাগত বক্তব্যে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ও স্থানীয় সরকার সংস্থা গঠনের গুরুত্ব সকল ডিসি ও এসপিদের বুঝতে হবে।
আরও পড়ুন: নির্বাচন বাঁচিয়ে রাখতে না পারলে রাজনীতি উধাও হয়ে যাবে: সিইসি
সাংবাদিকদের বৈঠকের কার্যক্রমে উপস্থিত থাকতে দেয়া হয়নি, তবে এটি শেষ হওয়ার পরে সিইসি একটি মিডিয়া ব্রিফিং করবেন বলে আশা করা হচ্ছে।
বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইজিপি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হতে পারে: সিইসি
নির্বাচন: ওইসিডি দেশগুলোর মিশন প্রধানদের সিইসির সঙ্গে সাক্ষাৎ