নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো টানাপোড়েন ছিল না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ ছাড়া, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্বস্তি এসেছে বলেও মনে করেন তিনি।
রবিবার (১৫ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন রিজওয়ানা হাসান।
আরও পড়ুন: বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়ানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার
সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলোর যদি কোনো কথা থাকে, সেটি ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গেই নিশ্চয়ই বলবেন।’
নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন— প্রতিক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। সংলাপটা হচ্ছে, তাই এটাকেই একটা সুসংবাদ মনে করি।’