কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব তামিমের পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বুধবার (৩১ জুলাই) গণিত বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
তামিমের স্মৃতিচারণ করে তার মা বলেন, ‘রাত যায়, দিন যায়, আমি তামিমরে খুঁজে পাই না। ২০ বছর পাইলা বড় করছি, আজ আমার তামিম নেই। সবাই কে দেখি, কিন্তু আমার তামিমকে দেখি না।’
আরও পড়ুন: জাবি শিক্ষকের পদত্যাগ: শাস্তি এড়ানো, না কি বিবেকের ডাকে সাড়া?
এসময় শিক্ষকেরা তামিমের পরিবারকে সান্ত্বনা দেন এবং ধৈর্য ধরতে বলেন। এছাড়া পরিবারের যেকোনো প্রয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন শিক্ষকরা।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘তামিমের অকালে চলে যাওয়া আমাদের ব্যথার কারণ। আমরা ক্লাসে অবশ্যই তামিমের শূন্যতা অনুভব করব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। আমরা জানি, একটা সন্তানকে বড় করতে কত কষ্ট করতে হয়।’
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. জি. এম আল-আমীন, সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, সহযোগী অধ্যাপক ড. ফারহানা রশিদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ নূরুজ্জামান, মো. আশরাফুল ইসলাম, ফয়জুন্নেসা খন্দকার ও সহকারী রেজিস্ট্রার মোশফেয়ারা খানম।
আরও পড়ুন: জাবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ ও মৌন মিছিল
ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাবি শিক্ষার্থীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর