নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন চোর নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের ভাষ্য, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার অর্জুনতলা গ্রামের জাকির হোসেনের গোয়াল ঘর থেকে চারটি, নুর উদ্দিনের গোয়াল ঘর থেকে চারটিসহ মোট আটটি গরুর বাছুর একটি লেগুনা গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পায়। গরুর মালিকদের ডাকে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
পরে গরুবোঝাই গাড়িটি এলাকার মুক্তিযোদ্ধা বাজারে গেলে স্থানীয়রা সড়কে ট্রাক্টর দিয়ে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে গাড়িটি আটকে পড়ে। এ সময় গাড়িতে থাকা কয়েকজন লাফিয়ে অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হলেও অজ্ঞাত এক জন (৪০) স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়।
আরও পড়ুন: পাবনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
পুলিশ সুপার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গরু চুরি, উদ্ধার ও গ্রামবাসীর হাতে গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথক মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।