রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যকে জাতির সার্বিক সমৃদ্ধির জন্য দেশের সমুদ্র অর্থনীতির পতাকাবাহী হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, নৌবাহিনীর প্রতিটি সদস্যকে অবশ্যই দেশের সমুদ্রভিত্তিক অর্থনীতির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আরও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (বিএনএস) শহীদ মোয়াজ্জেমকে নৌবাহিনীতে অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল স্ট্যান্ডার্ড উপাধিতে ভূষিত করার পর তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ের পাহাড়ি এলাকায় অবস্থিত ঘাঁটিতে এই জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যোগদান করেন।
অনুষ্ঠান চলাকালে রাষ্ট্রপতির পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বিএনএস শহীদ মোয়াজ্জেমের কাছে ন্যাশনাল স্ট্যান্ডার্ড হস্তান্তর করেন।
তিনি বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশাল সমুদ্রের ওপর আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। এ কারণে একটি উন্নয়ন-বান্ধব পরিবেশ বজায় রাখা এবং সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: মানবাধিকার কমিশনকে আরও সক্রিয় হতে বললেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নৌবাহিনীর সদস্যদের সততা ও আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্যও আহ্বান জানান।
আব্দুল হামিদ বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখা এবং সমুদ্রে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তাসহ সামুদ্রিক সম্পদ ব্যবহারের জন্য পরিবেশ তৈরি ও রক্ষা করার দায়িত্ব আপনাদের।
দেশের সার্বভৌমত্ব ও আত্মসম্মান রক্ষায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, নৌবাহিনীকে আধুনিক কৌশল ও তথ্য প্রযুক্তিতে দক্ষ ও পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির